সিলেটে হরতালে পিকেটিং, ভাঙচুর, ছাত্রদল নেতা আটক (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২০, ২০২৩
১১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২৩
১০:৩১ অপরাহ্ন



সিলেটে হরতালে পিকেটিং, ভাঙচুর, ছাত্রদল নেতা আটক (ভিডিও সহ)


বিএনপি ও সমমানা দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে সিলেট নগর ও ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আব্দুল সামাদ নামে নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার (২০ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট জেলা ছাত্রদলের পিকেটিংয়ের সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, হরতালের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বির নেতৃত্বে ঢাকা-সিলেট মহসড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে নামে ছাত্রদল। এক পর্যায়ে তেলিবাজার এলাকায় পিকেটিংয়ের সময় ছাত্রদল নেতা আব্দুস সামাদকে আটক করে পুলিশ। 

আটকের বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, পিকেটিংয়ের সময় একজনকে আটক করা হয়েছে।


পিকেটিংয়ের ভিডিও চিত্র-

 


এএফ/০১