সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন শফিকুর রহমান চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৩
১১:১৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২৩
১১:২০ অপরাহ্ন



সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন শফিকুর রহমান চৌধুরী


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। 

আজ রবিবার (১৯ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে দলীয় আবেদন ফরম জমা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,  বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ প্রমুখ।



এএফ/১৩