অন্তর্ধানের ৮ দিন পর ধান ক্ষেতে মিলল লাশ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৩
১০:৫৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২৩
০১:০০ পূর্বাহ্ন



অন্তর্ধানের ৮ দিন পর ধান ক্ষেতে মিলল লাশ


সিলেটে অন্তর্ধানের ৮ দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে জকিগঞ্জের আব্দুল হামিদের (৩১) লাশ। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম কাজিরপাতন গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম কাজিরপাতন গ্রামের পার্শ্ববর্তী ধানক্ষেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আব্দুল হামিদ বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর খোঁজ মিলছিল না। এ ঘটনায় ১৩ নভেম্বর জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে আজ ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধারের পর নিখোঁজ আব্দুল হামিদের স্বজনরা লাশটি আব্দুল হামিদের বলে সনাক্ত করেন। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি. ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশে পচনধরার কারণে শরীরের কোথাও আঘাত সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ কাজ করে যাচ্ছে। আব্দুল হামিদ কিছুটা মানসিক রোগী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু রহস্য উদঘাটন হবে।

এএফ/১১