সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২৩
০৬:৪৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন সিলেটের বিভিন্ন এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করে পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর।
আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সিলেটের টুকের বাজার, সিলেট ওসমানী মেডিকেল রোড ও বিমানবন্দর সড়ক এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি, পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে মহানগর বিএনপির নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান, মাসুম রাজ্জাক, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী, আজিজ খান সজীব প্রমুখ এতে অংশ নেন।