ফ্যাশনের জায়গায় সিলেট অনেক সচেতন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৩
০৭:১৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২৩
০৭:২১ পূর্বাহ্ন



ফ্যাশনের জায়গায় সিলেট অনেক সচেতন
কারুর শোরুম উদ্বোধনকালে নায়িকা অপু বিশ্বাস


দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত দেশীয় পোশাকের প্রতিষ্ঠান কারু সিলেটে তৃতীয় শোরুম উদ্বোধন হয়েছে। 

শনিবার ১৮ই নভেম্বর সন্ধ্যায় নগরের তাঁতীপাড়ায় ফিতা কেটে কারুর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়রুজ্জামান চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবাইকে স্বাগত জানান, কারুর স্বত্ত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার সিলেটের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস ও নতুন শোরুমের পরিচালক ফাহাদ চৌধুরী। 


অভিনেত্রী অপু বিশ্বাস সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন  সিলেট আমার একটি ভালো লাগার জায়গা, সিলেটের ঐতিহ্য আছে। ফ্যাশনের জায়গায় সিলেট এখন অনেক সচেতন। দেশীয় পোশাক দেশীয় ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখতে আজকে যে সুন্দর পরিবেশে কারুর উদ্বোধন ফ্যাশন সচেতন সিলেটবাসীর চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এএন/০১/১৯১১২৩