নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৩
১২:১২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২৩
১২:৩৭ পূর্বাহ্ন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল সফলে সিলেট নগরে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল ও যুবদল। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় মিছিলটি বের করা হয়।
নগরের পূর্ব বন্দরবাজারে রংমহল শপিং মলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে শেষ হয়। এসময় সেখানে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আটককৃত ব্যক্তি নিজের নাম কালা মিয়া বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদের।
এএফ/১৪