নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৩
০৭:১৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২৩
০২:৫৩ পূর্বাহ্ন
আগামীকাল রবিবার থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপেদষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবরের
আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিল নগরের কোর্ট পয়েন্ট হয়ে জেল রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে আরিফুল হক চৌধুরী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ সভাপতি মাবুবুর রব ফয়সল, ইকবাল আহমদ, আশিক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইস্তিয়াক সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মোদন মহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেনসহ নেতৃবৃন্দ অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আগামীকাল ও পরশু (রবি ও সোমবার) দেশব্যাপী হরতাল আহবান করা হয়েছে। এই অবৈধ তফসিল আমরা মানি না। অবশ্যই এই তফসিল বাতিল করতে হবে। বিএনপির আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন কারণ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।’ তিনি এসময় প্রত্যেক পাড়া-মহল্লায় হরতাল সফল করার আহবান জানান।