তফসিল প্রত্যাখ্যানসহ ৬ দফা দাবিতে সিলেটে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিল ও সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২৩
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২৩
০৩:১৬ পূর্বাহ্ন



তফসিল প্রত্যাখ্যানসহ ৬ দফা দাবিতে সিলেটে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিল ও সমাবেশ


‘অগণতান্ত্রিক তফসিল প্রত্যাখ্যান, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো’সহ ৬ দফা দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। 

আজ শুক্রবার (১৭ নভেম্বর) নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করা হয়। বৈরি আবহাওয়ার মধ্যে মিছিলটি নগরের প্রধান সড়কগুলে প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা একতরফা নির্বাচন প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি এবং গণতান্ত্রিক ছাত্রজোট সিলেট জেলার সমণ্বয়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্ব এবং জোটভুক্ত সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলে সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক তানজিনা বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের কেন্দ্রীয় সহসভাপতি এবং সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি বিশ্বজিৎ শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক নিপু ভৌমিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট নগর শাখার সহসভাপতি সুমিত কান্তি পিনাক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সংগঠক সরফরাজ সানোয়ার প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট নগরের সাধারণ সম্পাদক বুশরা সোহাইল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি কমিটির সভাপতি জিতেন ভৌমিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী দু:শাসনের ক্রান্তিলগ্নে দেশব্যাপী বিরাজ করছে চরম রাজনৈতিক অস্থিরতা। একদিকে বাজারমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে, অন্যদিকে স্বৈরাচারী সরকারের পেটোয়া পুলিশবাহিনী গুলি করে হত্যা করছে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিক কিংবা ভাত-ভোটের দাবিতে সোচ্চার হওয়া নাগরিককে। ‘

সমাবেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- ১.অগণতান্ত্রিক অবৈধ তফসিল বাতিল ও আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, ২. সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক , গণতান্ত্রিক এবং একই ধারার  শিক্ষা নীতি প্রণয়ন করা, ৩. কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস- দখলদারিত্ব বন্ধ কর। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, ৫. সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল- ২০২৩ বাতিল কর। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে এবং ৬. রাষ্ট্রীয়ভাবে গুম- খুন - নির্যাতন ও বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ কর। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বন্ধ কর ও স্বায়ত্তশাসন নিশ্চিত কর।


এএফ/১৫