দেশে অগ্নিসন্ত্রাস বন্ধে শাবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকদের বিবৃতি

শাবিপ্রবি প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২৩
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২৩
০৮:১৪ অপরাহ্ন



দেশে অগ্নিসন্ত্রাস বন্ধে শাবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকদের বিবৃতি


দেশ বিরোধী চক্রের অগ্নিসন্ত্রাসের নিন্দা জানিয়ে তা বন্ধ করতে বিবৃতি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ'। 

একইসঙ্গে এসব কর্মকাণ্ডকে 'অপতৎপরতা' উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

এতে বলা হয়, শাবির ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, গত কিছুদিন যাবৎ 'দেশবিরোধী চক্র' দেশব্যাপী খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান করছি।


এইচএন-০১/এএফ-০৮