সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩
০৪:০৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে নগরের বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে দেওয়া হয়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্বচারে গুলি করে গণতন্ত্রকামী জনগণকে হত্যা করে, মানুষ বাড়ি ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে কথিত নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’
বক্তারা বলেন, ‘দেশে বিরাজমান এই সংকটময় পরিস্থিতিতে এই সরকার ও সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসান আহমদ পাটওয়ারী প্রমূখ।
এএফ/১৭