সিলেটে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৬, ২০২৩
১১:৫১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২৩
১২:৫৮ পূর্বাহ্ন



সিলেটে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা


সিলেটের জিন্দাবাজারে পুলিশের কাজে বাঁধা, অস্ত্র প্রদর্শন, পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলাম ও দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েছ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়েতের নায়েবে আমীর সোহেল আহমদসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং জামায়াতে ইসলাম ও  শিবিরের আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নগরের জিন্দাবাজার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির মিছিল থেকে ককটেল বিষ্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল বারী রোমান (৫১), ভাঙ্গাটিকরপাড়া এলাকার মাসুক মিয়ার ছেলে অলিউর রহমান (২৫), জালালাবাদ থানাধীন কোচপাড়া এলাকার আব্দুল গাফফারের ছেলে বিপুল হোসেন, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন (৩৫), জামায়েতে ইসলামের শাহপরান পূর্ব থানার আমির শামীম আহমদ (৩৭), একই ইউনিনের সেক্রেটারী ফয়জুর রহমান (৪০), মহানগর ছাত্র শিবির নেতা জাকির ইবনে মানিক (২৪), ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মন্তাজ মিয়া।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।


এএফ/১৩