হরতালের সমর্থনে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৬, ২০২৩
০৪:৩৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০৫:২৩ অপরাহ্ন



হরতালের সমর্থনে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিল
তফসিল প্রত্যাখ্যান করে হরতাল সফল করুন: নেতৃবৃন্দ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ফরমায়েসি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা। এসময় তারা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম জোটের ডাকা দেশব্যাপী অর্ধ দিবস হরতাল সফলের আহবান জানান।

আজ বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় নগরের জিন্দাবাজারে বাসদ(মার্কসবাদী) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহবায়ক মাছুমা খানম, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সন্জয় কান্ত দাশ, ছাত্র ইউনিয় জেলা সভাপতি মনীষা ওয়াহিদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনমতকে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুললো ‘

তারা অবিলম্বে ফরমায়েসি তফসিল প্রত্যাখ্যান, একতরফা নির্বাচন অনুষ্ঠানের সকল ষড়যন্ত্র প্রতিহত, গণবিরোধী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ; তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আগামিকাল ১৬ নভেম্বর দেশব্যাপী (সকাল ৬টা-২টা) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


এএফ/১৩