শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৩
০৩:৩৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০৫:৫৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আনন্দ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সোহাগ, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্ত, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, সমাজবিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদসহ বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, গণতন্ত্রের স্বাভাবিক দ্বারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচনের কোন বিকল্প নেই, আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। নির্বাচনকে সামনে রেখে যদি কেউ অগ্নিসন্ত্রাসের নামে মানুষের জানমালের ক্ষতিসাধন করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ শক্ত হাতে তা প্রতিহত করবে।
এইচএন-০১/এএফ-১২