সিলেটে লেগুনায় আগুন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৬, ২০২৩
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০৬:১০ অপরাহ্ন



সিলেটে লেগুনায় আগুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট নগরের বিভিন্ন এলাকায় মিছিল ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সিলেটের শাহপরান এলাকার শাহজালাল বাজার সংলগ্ন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন। 


কেএ-০১/এএফ-১০