অবরোধের দ্বিতীয় দিনে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে নগরে মিছিল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৪, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন



অবরোধের দ্বিতীয় দিনে মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে নগরে মিছিল


বিএনপি ও সমমনা দলের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে সিলেট নগরে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন বিএনপি। ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে’র এক দফা দাবিতে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নগরের পূর্ব জিন্দাবাজার এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের চলবে।’


এএফ/১৫