‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর অফ লাইন ক্যাম্পেইন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২৩
০৬:১৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২৩
০৬:২১ পূর্বাহ্ন



‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর অফ লাইন ক্যাম্পেইন
আয়োজনে : সিলেট মহানগর আওয়ামী লীগ


বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে 'রোড টু স্মার্ট বাংলাদেশ 'এর অফ লাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রবিবার (১২ নভেম্বর) রাতে তালতলাস্থ গুলশান হোটেলের ডাইনিং হলরুমে 'Road To Smart Bangladesh ' এর অফ লাইন ক্যাম্পেইন  বিষয়ে এক আলোচনা সভা সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ  জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির 'Road To Smart Bangladesh 'এর সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী হাফিজ আল আসাদ, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ ।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ারের পরিচালনায় ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচি সারাদেশব্যপী চলমান রয়েছে। এই কর্মসূচীর মধ্যে ভোট প্রার্থনা কর্মী  ও ট্রেইনার মনোনয়ন বিষয়ক নীতিমালা নিয়েও তারা কথা বলেন। ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরাই 'রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির মূল লক্ষ্য। তাছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসাও এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর নির্ধারিত ট্রেইনার দ্বারা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে  ট্রেনিং এর আওতায় আনা হবে। মাঠ পর্যায়ের কর্মীবৃন্দকেও আগামী নির্বাচনের জন্য তৈরি করা হবে। যাতে জনগণ ও ভোটাররা বুঝতে পারে আগামীর 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে  আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। 

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য খলিল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, গৌসুল আলম, আব্দুর রব হাজারী,ফয়েজ খান পিয়ারা, মুহিবুর রহমান ছাবু, মো. জালাল উদ্দীন শাহাবুল, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, আক্তার হোসেন, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন,  ফয়সল আক্তার ছোবহানী, আনসার আহমদ কয়েছ, আব্দুস সালাম সাহেদ, মো. ছয়েফ খাঁন, ও  সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, মো. কুতুবউদ্দিন, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ মো. সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, আহমেদ হান্নান, সফিকুল ইসলাম আলকাছ, বদরুল হোসেন লিটন, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু। 

এএন/০৩/১৩১১২৩