গোলাপগঞ্জের সড়কে ঝরল মৌলভীবাজারের সুজনের প্রাণ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১১, ২০২৩
০৯:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২৩
০৭:৫৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জের সড়কে ঝরল মৌলভীবাজারের সুজনের প্রাণ


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বড় মোকাম এলাকায় মোটরসাইকেল চাপায় সুজন চৌধুরী (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় গোলাপগঞ্জের বড় মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের ফনীভূষন চৌধুরীর ছেলে। 

জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে সুজন বড় মোকাম এলাকায় রাস্তা পার হচ্ছেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়দের হস্তক্ষেপে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 এ প্রতিবেদন লেখার সময় গোলাপঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।


এএফ/০৫