মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২৩
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২৩
০৪:১৪ পূর্বাহ্ন



মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ সম্পন্ন


মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তি তুলে দেন অতিথিরা।

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম।

প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষায় আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষায়, জ্ঞানে এগিয়ে যেতে পারলে আমরা জাতি হিসেবে আরো উন্নত হবো।’

তিনি শিক্ষার পাশাপাশি পরিশ্রমী হওয়ার পরামশ দেন। উদারহণ দিয়ে তিনি বলেন, ‘ধরো দুইটা জায়গায় আমরা গাছ লাগালাম। এক জায়গায় পরিচর্যা হলো আরেক জায়গায় কিছুই করা হলো না। সমান ফসল আসবে? পরিচর্যা করা হয়নি, পরিশ্রম করা হয়নি তার মানে? আজকে যারা এখানে যারা আছো তারা আরো পনের-বিশ বছর পরে হয়তো তাদের অনেকে প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি না তোমরা পরিশ্রম না করো।’

নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আরো পনের বিশ বছর পর তোমরা আমাদের জায়গায় আসবে। আমাদের আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বৃদ্ধ হয়েছেন আমরা তাদের জায়গায় এসেছি। আগামী দিনে তোমরা দেশের নেতৃত্ব দেবে। সেজন্য নিজেদের তৈরি করতে হবে। শিক্ষাদীক্ষায় এগিয়ে যেতে হবে।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী, শিক্ষা ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদ।

অনুষ্ঠানে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠে মনযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমাদের হাতেই দেশের ভবিষ্যত। তোমাদের নিজেদের সেভাবে তৈরি করতে হবে। ‘ তিনি গোলাপগঞ্জের শিক্ষার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এলাকার বিভিন্ন গুণী মানুষের কথাও তুলে ধরেন। 

উদাহরণ টেনে গোলাম রাব্বানী চৌধুরী বলেন, ‘আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম প্রথমে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান, পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ চেয়ারম্যান হবেন।’ এর পেছনের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘তিনি শুরু থেকে বৃহত্তর গোলাপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছেন। শিক্ষার মান কিভাবে বৃদ্ধি করা যায়, উন্নত করা যায়, শিক্ষক যারা আছেন তাদের শিক্ষা পদ্ধতি কিভাবে আরো উন্নত করা যায় এ নিয়ে কাজ করেছেন। দিনরাত পরিশ্রম করেছেন। ’

অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।


এএফ/০৫