সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২৩
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২৩
১২:৩৪ পূর্বাহ্ন
হরতাল অবরোধে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, উন্নয়ন ব্যয়হত হয়, বিদেশীরা আস্থা হারায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘যারা হরতাল অবরোধ করছে তারা উন্নয়ন চোখে দেখে না। উন্নয়ন বুঝে দেশের সাধারণ ও ক্ষেটে খাওয়া মানুষ।’
আজ বুধবার (৮ নভেম্বর) বিকালে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সাথে আলোচনা হয় না, মতবিরোধ পৃথিবীর সকল দেশে থাকলেও তাদের মত অসভ্য আচরণ কোথাও হয় না।
সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের সকল কাউন্সিলর ও সিলেটের বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
এএফ/০৬