সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৮, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাক বুধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে নগরে মশাল মিছি করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে নগরের চৌহাট্টা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব আফছর খানের পরিচালনায় অনুস্টিত সংক্ষিপ্ত সভায় অন্যানের মধ্যে বক্তব্যে দেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী,আজিজ খান সজীব সহ সিনিয়র নেতৃবৃন্দ।
এএফ/০৪