মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৭, ২০২৩
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২৩
০৮:৫২ অপরাহ্ন



মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী


সিলেট সিটি করপোরেশনের তৃতীয় মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ২১ জুন পঞ্চম সিসিক নির্বাচনে বিজয় লাভের পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন। এসময় দুই মেয়রের সঙ্গে তাদের সহধর্মীনিরা ছিলেন।

দায়িত্বভার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরের উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।

আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


এএফ/০৮