সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৭, ২০২৩
০৫:৫০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২৩
০৫:৫০ অপরাহ্ন
সিলেট নগরের আম্বরখানা এলাকায় তানভীর আহমদ (২৮) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল আটটায় নগরের আম্বরখানা এলাকার বনশ্রী ৬ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তানভীর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। তিনি স্ত্রীসহ বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।
ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এএফ/০৩