সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩
১১:০৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২৩
১১:০৮ অপরাহ্ন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্থবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নাজনীন হোসেন ও হানিফ আলম চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলার জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক প্রমুখ।
এএন/০৮