ডিএসএ কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে পদ্মা প্লাটুনের জয়

খেলা ডেস্ক


মে ০৬, ২০২৫
১১:২৫ অপরাহ্ন


আপডেট : মে ০৬, ২০২৫
১১:২৭ অপরাহ্ন



ডিএসএ কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে পদ্মা প্লাটুনের জয়
ম্যাচ সেরা আবু জায়েদ রাহী


প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের জানান দিয়ে সিলেটে শুরু হয়েছে ডিএফএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাতীয় ক্রিকেটার আবু জায়েদ রাহির নৈপুণ্যে কুশিয়ারা সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা করেছে পদ্মা প্লাটুন। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আবু জায়েদ রাহী।


পূর্বের সংবাদ-

সিলেটে ডিএসএ কাপ টি-টোয়েন্টির আনুষ্ঠানিক উদ্বোধন


উদ্বোধন শেষে দুপুর ১২টার দিকে শুরু উদ্বোধনী ম্যাচ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুশিয়ারার অধিনায়ক গালিব। আগে ব্যাট করতে নামা দলটি বড় স্কোর গড়তে পারেনি পদ্মার বোলিং তোপের মুখে। নির্ধারিত ওভারে অলআউট হয় ১০৯ রানে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেছেন মহসিন। ১৪ রান করেছেন জারির। সাঈদ করেছেন ১৩ রান। ১২ রান করে সংগ্রহ করেছেন শাহান ও উমেদ।

পদ্মার হয়ে রাহী চার ওভারে তিনটি ও সায়মন চার ওভারে দু’টি করে উইকেট লাভ করেন।

১১০ রানের টার্গেটে খেলতে নামা পদ্মা সায়মনের ও রাহীর ছোট ছোট ইনিংসে সাত উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন সায়মন। রাহী করেছেন ১৮ রান। ১৪ রান করে সংগ্রহ করে অপরাজিত ছিলেন নুর আলম ও রাহিন।

কুশিয়ারার হয়ে গালিব ও জয় ২টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যাচ সেরা আবু জায়েদ রাহীর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংস্থার সদস্য ইয়াহইয়া ফজল, শাহবাজ উদ্দিন টিপু ও ওয়াহিদ উমায়েদ।



এএফ/১০