নিজস্ব প্রতিবেদক
মে ০৫, ২০২৫
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২৫
০৯:৩০ অপরাহ্ন
সিলেট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। তার একদিন আগে সোমবার বর্ণিল আয়োজনে হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি ও দলগুলোর জার্সি উন্মোচন।
আজ সোমবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় নগরের রিকাবি বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়।
ডিএসএর এডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও ইয়াহইয়া ফজল।
এসময় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের ক্রিকেটার, কোচ ও ম্যানেজারসহ সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব মো. নুর হোসেন বলেন, ‘এডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রথম সভাতেই খেলাকে মাঠে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল। আজকে ট্রফি ও জার্সি উন্মোচনের মাধ্যমে সেটি বাস্তবায়িত হলো।’
এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, ‘ক্রীড়াঙ্গণের প্রাণই হচ্ছে খেলাধুলা। সুতরাং আমরা মনে করি সারা বছর মাঠে খেলা থাকবে। আমরা ক্রিকেট দিয়ে শুরু করলাম। এরপরই দ্বিতীয় বিভাগ ফুটবল শুরু হবে। এভাবে সারা বছর সব ইভেন্টের খেলা যাতে অব্যাহত থাকে আমরা সেই চেষ্টা করব।’ তিনি ক্রিকেট সংশ্লিষ্টদের ও ষ্পন্সরদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতার কারণে এত অল্প সময়ের মধ্যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। এটা আমাদের আরো আত্মবিশ্বাসী করবে।’
এর আগে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ক্রিকেটার নাইম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না ও সাধারণ সম্পাদক আবু জাহেদ রাহী, ফিজা এন্ড কোং এর প্রতিনিধি পিনাক, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, তপু বিশ^, ক্রিকেট কোচ রাজু আহমদ, দেওয়ান আরাফাত জাকি প্রমুখ। উক্ত টুর্নামেন্টে ছয়টি দল কুশিয়ারা স্পন্সর : লিডিং ইউনিভার্সিটি, ম্যানেজার : আব্দুল মোতাকাব্বির সাকি, কোচ : আল ওয়াদুদ সুইট ও মুন্না, পদ্মা স্পন্সর : ইকরা ট্র্যাভেলস এন্ড ট্যুরস, ম্যানেজার : খালেদ আহমদ, কোচ : একরাম আহমদ ও অনিক, সুরমা স্পন্সর : বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেনন্ট্রির ইউকে, ম্যানেজার : ইমতিয়াজ আহমদ জগলু, কোচ : আলমাস আহমদ শুক্কুর ও নাসির উদ্দিন, মেঘনা স্পন্সর : চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস, পালকি রেস্টুরেন্ট, ম্যানেজার : কবির আহমদ, কোচ : মিসবাহ ও মুহিন, বাসিয়া স্পন্সর : সিটি এন্টারপ্রাইজ, ম্যানেজার : মুহাইমিন সহিদ, কোচ : শাহনাজ ও নাজিম, যমুনা স্পন্সর : ফিজা এন্ড কোং, ম্যানেজার : গোলাম কিবরিয়া, কোচ : পলাশ কর ও হীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
এএফ/০৪