নিজস্ব প্রতিবেদক, সিলেট
ডিসেম্বর ০৪, ২০২৫
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৫
১২:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।
শনিবার (৩০ নভেম্বর) সিলেট এসে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে সিলেট এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সিলেট জেলা এনসিপির সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ এবং সিলেট মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী আদনান তায়্যিব। রাষ্ট্রদূতের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে ছিলেন ইউএস এম্বাসি বাংলাদেশের কর্মকর্তা ইকবাল মাহমুদ রানা।
সৌজন্য সাক্ষাতে সিলেটে এনসিপির বর্তমান অবস্থান, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির সম্পর্ক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি—এসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
সিলেট এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও গণতান্ত্রিক অঙ্গীকার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নমুখী সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মাঝে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।