শ্রীমঙ্গলে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২২
০৩:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২২
০৩:৫১ অপরাহ্ন



শ্রীমঙ্গলে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও শ্রীমঙ্গল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাল্য বিবাহ, ইভটিজিং, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন এবং মাদক সেবন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান লস্কর সহ অন্যান্য পুলিশ অফিসার, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জি কে/বি এন-০১