কুলাউড়া প্রতিনিধি
মার্চ ৩১, ২০২২
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২২
০২:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম সিরাজ মিয়া (৩৬)। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।
জানা যায়, ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখে কুলাউড়া থানায় অবহিত করলে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে আন্ডরখালে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে তিনি স্বয়ং ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত ফিরে এসে জানাবেন।
জেএইচ/আরসি-১৭