তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ০২, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট আদর্শবাদী যুব সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বাদাঘাট আদর্শবাদী যুব সংঘকে ১-০ গোলে হারিয়ে মাহারাম সন্ধানী যুব সংঘ জয়লাভ করে।
আজ শুক্রবার (১ অক্টোবর) উপজেলার বাদাঘাট ফুটবল খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন কারা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন আদর্শবাদী যুব সংঘের সভাপতি ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. সুজাত আহমেদ।
তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গণেশ তালুকদার ও সাধারণ সম্পাদক আবির হাসান-মানিকের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু, আদর্শবাদী যুব সংঘের প্রাক্তন সভাপতি মো. রহুল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ রাজ্জাক, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম শামীম, সুমন কুমার দাশ, জুবায়ের আহমেদ, সায়েল আহমেদ, সেন্টু সরকার প্রমুখ।
এএইচএম/আরসি-০৭