নিজস্ব প্রতিবেদক
মে ০৮, ২০২৫
১২:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২৫
১২:৫৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাতিজার হাতে চাচা সামছুল হক (৫০) খুনের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামে গরুতে সবজি ক্ষেত খাওয়ানো নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।
নিহত সামছুল উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামের আকলু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এএফ/০২