সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২৫
০৩:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২৫
০৩:৪৩ অপরাহ্ন
আবারও তাপপ্রবাহ, বাড়বে গরম
দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। অনেক জেলায় বিস্তার করতে পারে তাপপ্রবাহ। এ কারণে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৭ মে) আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা নিয়ে আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
মে মাসের দীর্ঘ মেয়াদের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
জিসি / ০৫