নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম এ সাত্তার আর নেই। শুক্রবার (৬ আগস্ট) রাত পৌণে ১২ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ মাহিউদ্দিন আহমদ সেলিম সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এম এ সাত্তার কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরসি-০৪