খেলা ডেস্ক
জুন ২৮, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
কিশোরকণ্ঠ মিনি ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশিয়ান স্পোর্টিং ক্লাব। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ (রবিবার) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা টাইব্রেকারে ২-১ গোলে টিম আবু হানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ছিল।
ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। মুবিনুল ইসলামের সভাপতিত্বে, মিনহাজুল আবেদিন ও রেদোয়ানুর রাহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগরের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক। গত ২১ জুন থেকে সপ্তাহব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ৩২ দল অংশগ্রহন করে।
এএন/০৫