সিলেট মিরর ডেস্ক
জুন ২৬, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার (২৬ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করে ১১টার দিকে মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদান করেন ও সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ১০ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের জন্য জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
আরসি-০৭