চতুর্থ ধাপে সিলেটের আরও ৯১ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৫, ২০২১
০৫:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২১
০৫:২৩ অপরাহ্ন



চতুর্থ ধাপে সিলেটের আরও ৯১ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণে সিলেটের আরও ৯১ জনসহ ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।

এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়।

বিএ-০৬