শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা দল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুন ০৩, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা দল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অধিনায়ক রাজুর দেওয়া একমাত্র গোলে শায়েস্তাগঞ্জ ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা দল।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ পৌরসভা দলের অধিনায়ক রাজু আহমেদ। সেরা খেলোয়ার নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন দলের গোলরক্ষক এমদাদুল হক রাসেল।

বুধবার (২ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ আহমেদ অলি, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল খান, নারী কাউন্সিলর আফসানা ডলি ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ।

এছাড়া বক্তব্য দেন, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল, শামীমুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর নওয়াব আলী, জামাল আহমেদ অনিক, এম এম আর রাসেল, কছির আহমেদ, কামাল আহমেদ, হাবিব মেহেদি, মামুনুর রহমান সোহাগ, ডা. আল আমিন প্রমুখ।

এ টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নূরপুর ইউনিয়ন ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে।


এসডি/আরআর-০৯