সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৯, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা এবং মহানগর কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) এই সভা অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতি চাঁন্দ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আমুসের মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান আহমদ, ৫ নম্বর টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম আলী হোসেন ।
সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশে অবস্থান করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বর্তমানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে অন্যতম।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় আরও বক্তব্য দেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা কমিটির সভাপতি মো. আতাউর রহমান সভাপতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ডা. আবুল বাশার জুয়েল।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবাসী কমিউনিটি নেতা ফারুক উদ্দিন যুক্তরাজ্য, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি বদরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্যা আমেনা বেগম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমুস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পী, আমুস সিলেট জেলা সহ-সভাপতি ইকবাল কবির শামীম, আমুস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহ আলম সুরুক, আমুস সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গুলজার হোসেন রিয়াজ, অর্থ সম্পাদক মুস্তাক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক, আমুস সিলেট মহানগর সহ-সভাপতি নুরুল ইসলাম মধু, অর্থ সম্পাদক সিপন মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, আমুস সিলেট জেলার সদস্য শামীম আহমদ, মাকছুদার রহমান বাবু, নাবিল আহমদ, শরিফুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম, রাজু আহমদ, ওয়ালিদ মাহমুদ প্রমূখ।
বিএ-১১