জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ২৯, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
রবিবার (২৮ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা ঘুরে দেখা যায়, উপজেলার হরিপুর বাজার মাদরাসার ছাত্র-শিক্ষকরা সকাল থেকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজারে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পিকেটিং করেছেন। এছাড়া সিলেট-তামাবিল মহাসড়কের হেমু, বাঘের সড়ক, দরবস্ত বাজার, মানিকপাড়া, চতুলবাজার, সারীঘাট উত্তরপাড়, সারীঘাট দক্ষিণপাড়, ফেরীঘাট, নিজপাট লামাপাড়া, চাঙ্গীল ও ৪ নম্বর বাংলাবাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষকরা পিকেটিং করেছেন।
পিকেটিংকারী মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা হিল্লাল আহমদ, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল হামিদসহ অনেকের সঙ্গে আলাপকালে তারা বলেন, আমাদের দেশের রাষ্ট্র কিংবা রাষ্ট্র প্রধানের কোনো বিরোধীতা আমরা করছি না। বরং সরকার তার বাহিনী দিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসল্লীদের পাখির মতো হত্যা করেছে। জেলায় জেলায় আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী আমাদের তৌহিদী জনতার ওপর লাঠিচার্জসহ নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া সকল ধর্মপ্রাণ মুসল্লীদের দ্রুত মুক্তির দাবিতে এই কর্মসূচি।
আরকে/আরআর-০৯