ওসমানীনগরে হেফাজতের বিচ্ছিন্ন পিকেটিং

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
১১:২৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
১১:২৪ অপরাহ্ন



ওসমানীনগরে হেফাজতের বিচ্ছিন্ন পিকেটিং

সিলেটের ওসমানীনগরে হেফাজতে ইসলামের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) বিকেলে এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, মাইক্রোবাস চলাচল করেছে। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। উপজেলার দয়ামীর, সাদিপুর, বেগমপুর, ঊনিশমাইল, বুরুঙ্গা সড়কের মুখ নামক স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে হেফাজত নেতা-কর্মীরা। তবে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় হরতালকারীরা বেশিক্ষণ রাজপথে অবস্থান করতে পারেনি।

ওসমানীনগগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, উপজেলায় সব ধরনের দোকানপাট খোলা রয়েছে। ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও অপ্রীতিকর কিছু হয়নি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিটি বাজার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

ইউডি/আরআর-০২