বিয়ানীবাজারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রোকসানা

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
১১:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
১১:১৫ অপরাহ্ন



বিয়ানীবাজারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রোকসানা

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও নারী ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা। রবিবার (২৮ মার্চ) থেকে তিনি স্বল্পকালীন এ দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব দুই সপ্তাহের জন্য সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন। তার স্থলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করার জন্য প্যানেল চেয়ারম্যান-১ রোকসানা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবুল কাশেম পল্লব দেশে আগমন করার পর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন।

এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন রোকসানা বেগম লিমা।

 

এসএ/আরআর-০১