গোলাপগঞ্জে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৯:২৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ পশ্চিম রায়গড় ভটেরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণ পড়ে গেছে। 

রবিবার (২৮ মার্চ) সকাল ৯টারদিকে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামরুজ্জামানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আগুনে বাড়ির আসবাবপত্র ও  স্বর্ণালঙ্কারসহ মূল্যবান দ্রব্যাদিসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির এক অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে কাজের মহিলা বাড়ির লোকদের জানায়। এর কয়েক মিনিটের মধ্যেই বাড়ির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলে উঠে। 

এসময় বাড়ির লোকজন নিরাপদ স্থানে সরে যেতে পারলেও বাড়ির সব আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেয়া সম্ভব হয়নি। প্রথমে বাড়ির লোকজনের সাথে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। 

পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান দ্রব্যাদি পুড়ে ছাই হয়ে যায়। 

বাড়ির মালিক ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শেখ কামরুজ্জামান জানান, আগুন মূহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। কোন কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই বাইরে নেয়া যায়নি। আগুনে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে  গেছে বলে জানান তিনি। 

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান সুনীল কুমার সিনহা জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।  প্রায় ২ ঘটনা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থালে প্রেরণ করেন। 

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকার সর্বস্তরের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হোন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, জাতীয় পার্টি নেতা আব্দুল করিম পাখি, স্থানীয় মেম্বার হোসেন আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ,  প্রেসক্লাব সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। শেষ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এসেছে । 

এফ এম/বি এন-+০১