শুয়াইব হাসান ও নাবিল হোসেন
মার্চ ২৮, ২০২১
০৭:০৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইট পাটকেল নিক্ষেপ ও একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় দুই ছাত্রলীগ কর্মীসহ আহত হন ৫ জন।
আজ রবিবার (২৮ মার্চ) বেলা ১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১২টার দিকে জেলা পরিষদের সামনে জড়ো হন। সেখান থেকে তারা হরতাল বিরোধী মিছিল বের করেন। মিছিল জিন্দবাজার হয়ে চৌহাট্টা ঘুরে কামরান চত্বরে এসে সমাবেশে মিছিল হয়।
সমাবেশ চলাকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটের সামনে যান। সেখানে জড়ো হওয়া পিকেটারদের ধাওয়া করেন তারা। এসময় সেখানে উপস্থিত সাধারণ মানুষও দৌড়ে পালান। এসময় কিছু অংশ লাল বাজারের দিকে আর কিছু অংশ মহাজনপট্টির দিকে চলে যান। ছাত্রলীগও তাদের ধাওয়া করে মহাজনপট্টির ভেতরে যায়। এ সময় সেখানে ছাত্রলীগের হামলায় এক শ্রমিক আহত হন বলে অভিযোগ শ্রমিকদের। এতে ক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে ছাত্রলীগকে ধাওয়া করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সময় হেফাজত ও শ্রমিকরা মিলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে কামরান চত্বর পর্যন্ত দিকে নিয়ে যান। এ সময় কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। সংঘর্ষের সময় অন্তত ৫ জন আহত হন। সংঘর্ষের সময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ সংঘর্ষের আটক হওয়া ৫জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আটককৃতদের মধ্যে ২ জন শ্রমিক রয়েছেন। তাদের আমরা ছেড়ে দেবো। তবে বাকি তিনজন শিবিরের কর্মী’
এএফ/০৩