সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন
করোনাকালে বিশেষ অবদান এবং স্নায়ুরোগের চিকিৎসার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকার জন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে চিকিৎসকদের অনলাইনভিত্তিক একাডেমিক গ্রুপ বিডি ফিজিশিয়ান।
গতকাল শনিবার (২৭ মার্চ) রাতে নগরের আখালিয়াস্থ মাঊন্ট এডোরা হসপিটালে এক অনুষ্ঠানে ডা: মতিউর রহমানের লেখা স্ট্রোক রোগের ওপর একটি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং একটি বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয়।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ আহবাব এর সভাপতিত্বে এক লাইভ বৈজ্ঞানিক সেমিনারে স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান "উবসবহঃরধ" রোগের উপর একাডেমিক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ইসমাইল পাটোয়ারি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেনস মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. সৈয়দ মাহমুদ হাসান এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো: আজিজুর রহমান রোমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিডি ফিজিশিয়ান এর পক্ষ থেকে করোনাকালে বিশেষ অবদান এবং স্নায়ুরোগের চিকিৎসার প্রসারে অবদানের জন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি ফিজিশিয়ানের মুখপাত্র এবং এডমিন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. এহসান-উজ-জামান খান (এহসান)।
সমগ্র অনুষ্ঠান এবং বই প্রকাশনায় সহযোগিতায় ছিল দেশের প্রথম সারির ওষধ বিপনন প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সিলেটের জোনাল ম্যানেজার জনাব মো. ফেরদৌস বলেন এরকম বৈজ্ঞানিক সেমিনার এবং মেডিকেল সাইন্সের একাডেমিক কাজে সবসময় পাশে থাকতে চান।
বিডি ফিজিশিয়ান এর মডারেটর ডা. আব্দুল হাফিজ শাফী জানান বিডি ফিজিশিয়ান হল অনলাইনভিত্তিক একাডেমিক গ্রুপ যার যাত্রা শুরু হয় ২০২০ সালের এপ্রিল মাসে। এপর্যন্ত বিডি ফিজিশিয়ান এর উদ্যাগে দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসক কর্তৃক ১২ টি চিকিৎসা গ্রন্থ এবং গাইডলাইন প্রকাশিত হয়েছে।
এএফ/০১