হেতিমগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০৫:১৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৫:১৭ পূর্বাহ্ন



হেতিমগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেল ৪টায় উপজেলার ফুলবাড়ি ইউপির হেতিমগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহীদ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম। সভায় বক্তারা বলেন, শাহীন একজন সৎ, বিনয়ী ও পরহেজগার যুবক ছিলেন। হেতিমগঞ্জ বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন তিনি। শাহীনের মতো একজন সুস্থ-সবল যুবককে দুবৃত্তরা নির্মম ভাবে হত্যা করেছে, যা কোনো ভাবেই মানুষ মেনে নিতে পারে না। এ নির্মম ও বর্বর হত্যাকান্ডে হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী চরম হতবাক ও বিক্ষুব্ধ। 

বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, হত্যাকান্ডের পর ৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো খুনিদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। খুনিদের গ্রেপ্তারে বিলম্ব মেনে নেওয়া হবে না জানিয়ে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন করেন বক্তারা। 

সভায় আরও বক্তব্য দেন, বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুর রহমান ফয়সাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সোনা, উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল আহমদ সাহেল, জাফরান জামিল, আব্দুল হানিফ খান, অরুন দে, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মামুন আহমদ রিপন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আবদুল মলিক, সাধারণ সম্পাদক সেলিম আহমদ,  ইউপি সদস্য আব্দুর রহিম, রোকন আহমদ, এমরান হোসেন,  হেতিমগঞ্জ সিএনজি শাখার সম্পাদক আলাউদ্দিন, সমাজসেবক সোনা আহমদ, সোজা খান, মন্জুর আহমদ, ব্যবসায়ী গফ্ফার আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মি সুজন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সদস্য ফারহান মাসউদ আফছর, শাহাবউদ্দিন চৌধুরী, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, দুদু মিয়া, গুলজার আহমদ, মোহাম্মদ আবুল কাশেম, ইজলাল আহমদ, আব্দুর রাজ্জাক রেজা, সমাজসেবক আনচার আলী, শফি আহমদ চৌধুরী প্রমুখ।

বিএ-১২