সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াত ও হেফাজতের 'নৈরাজ্যের' প্রতিবাদে সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এসময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএ-১০