জকিগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল, সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০২:০০ পূর্বাহ্ন



জকিগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল, সমাবেশ

হেফাজতের ডাকা হরতালের পক্ষে ও বিপক্ষে সিলেটের জকিগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে হেফাজতের ব্যানারে পৌর শহরে হরতালের সমর্থনে মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গিয়ে মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশ করে। সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্যে তারা রবিবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে, হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদে ও হরতালের বিরুদ্ধে দলীয় গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়েছে জকিগঞ্জ যুবলীগ। উপজেলা যুবলীগের উদ্যোগে বিকেলে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে সমাবেশ করে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ জি বাবর, নাসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হক অনু, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌরসভা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবুল কালাম, যুবলীগ নেতা সাবেল মোহাম্মদ রেজা, রুহুল আমিন ছুটন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরুল আমিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা হেফাজতের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হলে তা প্রতিরোধ করা হবে। জকিগঞ্জের কোথাও কোনো হরতাল পালন করতে দেওয়া হবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

অন্যদিকে, হেফাজত ও যুবলীগের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কোনোভাবেই যাতে আইনশৃংঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

 

ওএফ/আরআর-১০