সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবসে ঢাকার বায়তুল মোকাররাম মসজিদ ও চট্টগ্রামের হাটহাজারি মাদরাসাসহ সারাদেশে ‘পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট নগরে যৌথভাবে এ মিছিল ও সমাবেশ করে সংগঠনগুলো।
নগরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাঁতীপাড়া পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল ও আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাববী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।
বিএ-০২