বিশ্বনাথে অগ্নিদগ্ধ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন



বিশ্বনাথে অগ্নিদগ্ধ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের একটি পরিবারের অগ্নিদগ্ধ সদস্যদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসীসহ সমাজের বিত্তবানরা। শনিবার (২৭ মার্চ) দুপুরে শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিদগ্ধ পরিবারের সদস্য সাইফুল ইসলামের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। 

মানবসেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর, সদস্য শাহ লায়েক, আব্দুল মুন্তাকিম, সংগঠক রাজু আহমদ ও হুসাইনুর রহমান।

শাহ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম শাহ বলেন, 'আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে উন্নত চিকিৎসা পেতে তাদেরকে দুর্ভোগ পোহাতে হবে না। তাই আসুন সবাই সাহায্যের হাত প্রসারিত করি।'

 

এমএ/আরআর-০৩