বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না : শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না : শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জয় বাংলা স্বাধীনতার স্লোগান। এ স্লোগান দিয়েই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার পর বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অশংগ্রহণ করে। তাই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর নাম শুধু বাঙালি জাতি নয়, বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। নিজের কর্মের জন্যই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের অন্তরে।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ ও অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জহির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ধর, প্রবাসী আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুহিবুর রহমান সুইট।

 

এমএ/আরআর-০২