শাবিপ্রবির লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শাবি প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
১০:০৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
১০:০৯ অপরাহ্ন



শাবিপ্রবির লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (২৬ মার্চ) সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামস মোঃ জাবেদ সুফিয়ান, কার্যকরী সদস্য ও বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, কোষাধ্যক্ষ ও বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, সহ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মৌসুমী দে মৌ, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলামসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইচ এন/বি এন-০৬